সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছি : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নৌপথে নিয়ে যাওয়ার বিষয়ে দেশটি অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গতকাল (৫ই ফেব্রুয়ারি) এবং আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) মিয়ানমার সীমান্ত অতিক্রম করে এ পর্যন্ত ২২৯ জন বিজিপি এসেছে। এরমধ্যে আর এসেছে কি না জানি না, তবে আসার সম্ভাবনা আছে। তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তাদের কয়েকজন আহত। তাদের প্রাথমিকভাবে কক্সবাজারে, পরে চট্টগ্রাম শহরে হস্তান্তর করা হয়েছে। তাদের মর্টারশেল আমাদের দেশের অভ্যন্তরে পড়েছে ৩০টির মতো এবং দুজন নিহত হয়েছে। 

আরো পড়ুন: কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না : কাদের

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ যে সংঘাত সেটির কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের মানুষের প্রবেশ, একই সঙ্গে তাদের গোলাবারুদ আমাদের এখানে এসে পড়া এবং আমাদের দেশের মানুষের আহত-নিহত হওয়ার বিষয়ে তাদের প্রতিবাদ জানানো হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে আমরা কাজ করছি সে প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটা আমরা জানিয়েছি।

বাংলাদেশে প্রবেশ করাদের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও কয়েকজন সেনাবাহিনীর সদস্য ও সিভিলিয়ান আছে। বেসামরিক মানুষদের কেন আমরা ঢুকতে দিচ্ছি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে বিজিপি সদস্যদের যারা পরিবারসহ থাকতো তারা এসেছে। তার বাইরে কেউ নয়।

এইচআ/ আই. কে. জে/ 

নৌপথ বাংলাদেশ- মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী হাছান-মাহমুদ

খবরটি শেয়ার করুন