রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে

সাকিবকে স্পর্শ করতে পারবে না কেউ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর মাত্র দুই দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে চার ছক্কার এই লড়াই। ইতোমধ্যে অনেক ক্রিকেটারই বিভিন্ন রেকর্ড গড়া এবং ভাঙ্গার দ্বারপ্রান্তে রয়েছে। তবে শত চেষ্টা করলেও হয়তো এক জায়গায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্পর্শ করতে পারবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। এরপর মাঠে গড়িয়েছে আরও আটটি আসর। এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এর প্রত্যেকটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। এমন খেলোয়াড়দের মধ্যে সাকিব ছাড়া শুধু রোহিত শর্মারই আছে এই অভিজ্ঞতা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত আসরগুলোতে দল খারাপ করলেও বল হাতে দারুণ সফল টাইগার অলরাউন্ডার। সংরক্ষিত সংস্করণের বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড নেই আর কারোরই। এমনকি উইকেট শিকারে সাকিবের ধারে কাছেও নেই কেউই। দ্বিতীয় স্থানে থাকা শহিদ আফ্রিদির চেয়ে আর উইকেট বেশি ৮টি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করেছেন সাকিব। তাতে ১৮.৬৩ গড়ে শিকার করেছেন ৪৭ উইকেট। রানও দিয়েছেন মাত্র ৬.৭৮ ইকনোমি রেটে।

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচের ৩৪ ইনিংসে ২৩.২৫ গড়ে তিনি শিকার করেছেন ৩৯ উইকেট। অর্থাৎ আফ্রিদির চেয়ে মাত্র ১ ইনিংস বেশি বল করে সাকিব ৮টি উইকেট বেশি শিকার করেছেন।

সাকিব ও আফ্রিদির পরের স্থানেই আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচের ৩১ ইনিংসে ২০.০৭ গড়ে ৩৮ উইকেট শিকার করেছেন মালিঙ্গা। বিশ্বকাপে শুধুমাত্র এই তিনজনের ৩০ বা তার বেশি ইনিংসে বল করার রেকর্ড আছে।

আরো পড়ুন : বাংলাদেশ টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে

উইকেট শিকারে সেরা পাঁচে পরের দুটি নাম যথাক্রমে পাকিস্তানের সাঈদ আজমল ও শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিসের। ২৩ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন আজমল। ২১ ইনিংসে ৩৫ উইকেট শিকার করেছেন মেন্ডিস। ২৪ ইনিংসে মেন্ডিসের সমান ৩৫ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার উমর গুলও।

এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে উইকেটের হিসেবে সাকিবের পরেই আছেন রবিচন্দ্রন অশ্বিন। ২৪ ইনিংসে ৩২ উইকেট শিকার করে গুলের পরেই আছেন ভারতের এই অফ স্পিনার। কিন্তু এবারের বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নেই তিনি। আর বাস্তবতা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কখনোই তার খেলার সম্ভাবনা নেই।

অশ্বিনের পরেই আছেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ১৬ ইনিংসে বল করেই ৩১ উইকেট শিকার করেছেন তিনি। খেলছেন এবারের বিশ্বকাপেও। তবে এই ব্যবধান ঘুচিয়ে এবারই সাকিবকে ছাড়িয়ে যাওয়া তার জন্য বলতে গেলে অসম্ভব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি টিম সাউদি বিশ্বকাপে ২২ ইনিংসে শিকার করেছেন ২৯ উইকেট। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২০ ম্যাচে ২৭ ও নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ও স্পিনার ঈশ সোধি ২৫টি করে উইকেট শিকার করেছেন।

কিছুদিন আগেও টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থান নিয়ে যুদ্ধ চলত টিম সাউদি ও সাকিব আল হাসানের মধ্যে। তবে সাম্প্রতিককালে সাকিব বাংলাদেশ দলে বেশ অনিয়মিত হয়ে পড়েছেন। বয়সের ছাপ পড়ছে ফর্মেও।

তাতে কিউই পেসারের চেয়ে বেশ পিছিয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ধারে কাছেও নেই সাউদি। শুধু সাউদি কেন, এখন খেলছেন এমন বোলারদের মধ্যে আসলে কেউই নেই সাকিবের আশেপাশে।

এস/  আই.কে.জে


সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250