ছবি: সংগৃহীত
গোপন ট্রিপে গেলেন রণবীর কাপুর। না সাথে ঘরের বউ-বাচ্চা কেউ নেই। ঘরণী আলিয়া ভাট নয়, পাশে দেখা গেল অন্য কাউকে নিয়ে সমুদ্র সৈকতে মেতেছেন তিনি। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছবি হলো ভাইরাল। এরপর থেকেই প্রশ্ন, আলিয়াকে রেখে কার সঙ্গে গোপন ভ্রমণে ছোট কাপুর?
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এমন কাউকে নিয়ে ট্রিপে যাননি রণবীর যাকে দেখে তুলকালাম বাঁধতে পারে। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, সমুদ্র সৈকতে বসে রয়েছেন রণবীর। আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে একটি রোবট! তা হঠাৎ রোবটকে নিয়ে সমুদ্র পাড়ে কী করছেন অভিনেতা?
আরো পড়ুন: কিস্তির টাকা শোধ করতে না পারায় গাড়ি খোয়ান শাহরুখ
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটা একটি বিজ্ঞাপনের ছবি। যেখানে এ আই-এর সঙ্গে দেখা যাবে রণবীরকে। শোনা যাচ্ছে, একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনের জন্য়ই এই শুট করেছেন রণবীর কাপুর।
অ্যানিমেলের সাফল্যের পর রণবীর সেজেছেন রামচন্দ্র। ‘রামায়ণ’ সিনেমায় এ বেশে দেখা যাবে তাকে। সীতা চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা। এরইমধ্যে ফাঁস হয়েছে রামরূপী রণবীরের লুক। যা দেখে এ অভিনেতার অনুসারীরা যারপরনাই মুগ্ধ।
এসি/