বুধবার, ২৩শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যে কীর্তি গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২২শে অক্টোবর) মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। 

মিরপুর টেস্ট শুরুর আগে ৬ হাজার রানের মাইলফলকে পা দিতে মুশফিকের দরকার ছিল ৩৯ রান। প্রথম ইনিংসে ব্যক্তিগত ১১ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হন। তবে দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসেন মুশফিক। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আসেন মিস্টার ডিপেন্ডেবল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। ২৮ রান করা অবস্থায়ই টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে নিগার সুলতানা জ্যোতি

৯৩তম টেস্টে এসে এই কীর্তি গড়েন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে তার রান এখন ৬০০৩। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের, ৫১৩৪। এছাড়া সাকিব আল হাসানের রান ৪৬০৯।

এসি/কেবি

মুশফিক

খবরটি শেয়ার করুন