ছবি: সংগৃহীত
দেশের ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২৫শে নভেম্বর) সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রস্তুতির অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করছে কমিশন।
সংলাপটি ইসি সচিবালয়ে দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশনে ৪০টি সংস্থা এবং বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশনে বাকি ৪১টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, এ সংলাপে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া, সংস্থাগুলোর প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং কমিশনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। কমিশন আশা করছে, এ সংলাপের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম আরো স্বচ্ছ ও কার্যকর হবে।
কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে কমিশন তার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে চায়। একই সঙ্গে পর্যবেক্ষকদের ভূমিকা ও আচরণবিধি নিয়েও আলোচনা হতে পারে এ সংলাপে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন