রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে যাচ্ছে ইমরান খানের দল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ই আগস্ট। এই উপলক্ষে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

ব্রিটেন-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে খানের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের প্রমাণসহ অভিযোগ উত্থাপন করতে যাচ্ছে।

পিটিআই-এর জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলি বুখারির ভাষ্যমতে, ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির জেলজীবনে যে নিষ্ঠুরতা চলছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

আইনজীবীরা অভিযোগ করেছেন, তাকে দিনে ২২-২৩ ঘণ্টা নির্জন কক্ষে রাখা হচ্ছে, বিশুদ্ধ পানির ব্যবস্থাও ঠিকভাবে নেই, এমনকি পরিবার বা আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎও কঠোরভাবে সীমিত।

২০২৩ সালে জাতিসংঘের এক মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ ইমরান খানের গ্রেপ্তারের ঘটনাকে ‘মনগড়া ও অবৈধ’ ঘোষণা করে বলেছিল, তাকে অবিলম্বে মুক্তি দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এবার পিটিআই সেই পূর্ববর্তী রায়ের আলোকে আবার জাতিসংঘে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পাকিস্তান ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250