ছবি: সংগৃহীত
বিতর্ক যেন তারকাদের হাত ধরাধরি করে চলে। অনেক তারকাই আছেন, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় থমকে গেছেন যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ায়। পেজ সিক্স, বাজ ফিড, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক এমন ১০ তারকার কথা।
কেভিন স্পেসি
হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী কেভিনের বিরুদ্ধে অভিনেতা অ্যান্টনি র্যাপ অভিযোগ করেন, ১৯৮৬ সালে যখন তিনি মাত্র ১৪ বছরের, কেভিন স্পেসির হাতে যৌন নিপীড়নের শিকার হন।
এরপর আরও ২০ জনের বেশি পুরুষ অভিনেতার বিরুদ্ধে একই অভিযোগ করেন। নেটফ্লিক্স সঙ্গে সঙ্গে কেভিন স্পেসিকে আলোচিত সিরিজ ‘হাউস অব কার্ডস’ থেকে বাদ দেয়। প্রযোজনা সংস্থাগুলো চুক্তি বাতিল করে।
জনমতের চাপ ও মিডিয়ার প্রবল সমালোচনায় তার ভাবমূর্তি ভেঙে পড়ে। কিছু মামলায় খালাস পেলেও, এখনো বড় প্রযোজনা সংস্থাগুলোতে কাজ পাচ্ছেন না অভিনেতা।
হার্ভে ওয়েনস্টিন
হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টিন। ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘পাল্ফ ফিকশন’-এর মতো সিনেমা এসেছে তার কাছ থেকে। কিন্তু ২০১৭ সালে নিউইয়র্ক টাইমসে তার যৌন কেলেঙ্কারি প্রকাশিত হয়। বলা হয়, তিনি দুই দশকের বেশি সময় ধরে অভিনেত্রী ও কর্মীদের যৌন হয়রানি, ধর্ষণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়, মিটু আন্দোলন শুরু হয়; মুখ খোলেন অনেক অভিনয়শিল্পী।
৮০ জনের বেশি নারী প্রকাশ্যে অভিযোগ করেন ওয়েনস্টিনের বিরুদ্ধে। একে একে সব স্টুডিও ও সংগঠন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২০ সালে আদালত তাকে ২৩ বছরের কারাদণ্ড দেন। তিনি এখন কারাগারে।
শাইনি আহুজা
২০০৯ সালে ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ...মেট্রো’ তারকা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরেই কার্যত তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১১ সালে দোষী সাব্যস্ত হয়ে ৭ বছরের সাজা পান। জামিনে মুক্ত হলেও বলিউডে ফেরার চেষ্টা করেন শাইনি। কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্র করলেও আগের অবস্থায় আর ফিরতে পারেননি তিনি।
বিল কসবি
আমেরিকার কমেডিয়ান ও অভিনেতা বিল কসবি বড় ধাক্কা খান ২০১৪ সালে। ১২ জনের বেশি নারী অভিযোগ করেন, ১৯৬০-এর দশক থেকে তিনি তাদের মাদক খাইয়ে যৌন নির্যাতন করেছেন। তার শো ও চুক্তি বাতিল হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড হয়। ২০২১ সালে মুক্তি পেলেও তার হারানো সিংহাসন আর ফিরে পাননি অভিনেতা।
আর কেলি
প্রখ্যাত আরঅ্যান্ডবি গায়ক আর কেলি ‘আই বিলিভ আই ক্যান ফ্লাই’ গানটি দিয়ে বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু বছরের পর বছর তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন নির্যাতন, মানব পাচার ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগ ওঠে। ২০২২ সালে ৩০ বছরের কারাদণ্ড হয়। তার গান এখন প্রায় কোথাও বাজানো হয় না।
লুইস সি কে
স্ট্যান্ড-আপ এই কমেডিয়ানের বিরুদ্ধে একাধিক নারী যৌন নিপীড়নের অভিযোগ করেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে পাঁচ নারী সুনির্দিষ্ট অভিযোগের পরেই নেটফ্লিক্স ও এইচবিও তার সঙ্গে সব প্রজেক্ট বাতিল করে। বড় ট্যুর ও অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। কিছুদিন বিরতির পর আবারও কাজে ফিরেছেন লুইস, কিন্তু আগের ফর্মে আর ফিরতে পারেননি।
মেলানি মার্টিনেজ
পপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে প্রাক্তন বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। যদিও মার্টিনেজ অভিযোগ অস্বীকার করেন, তবু অনলাইনে তীব্র প্রতিক্রিয়া হয়। একপর্যায়ে সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিতে বাধ্য তিনি। ২০২৩ সালে নতুন অ্যালবাম প্রকাশ করলেও সেভাবে সাড়া মেলেনি।
ব্রায়ান সিঙ্গার
মার্কিন নির্মাতা ব্রায়ান সিঙ্গার পরিচিত ‘এক্স-মেন’, ‘বোহিমিয়ান র্যাপসোডি’র মতো সিনেমার জন্য। তবে তার বিরুদ্ধে একাধিক নাবালক যৌন নির্যাতনের অভিযোগ করে। যদিও আইনি রায়ে দোষ প্রমাণিত হয়নি, তবু প্রযোজকরা তাকে বাদ দেন। ২০১৯ সালে ‘ডার্ক ফোনিক্স’-এর পর আর কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি তিনি।
রিয়া সেন
শুরুটা মন্দ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকেই ‘স্টাইল’ সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়। ছিলেন মডেল। ১৯৯৮ সালে ফাল্গুনী পাঠাকের মিউজিক ভিডিওতে নজর কাড়েন। হিন্দি, বাংলাসহ অনেক সিনেমার প্রস্তাব আসতে থাকে। একের পর এক সিনেমায় যুক্ত হন। কিন্তু একটি ঘটনা থমকে দেয় এই অভিনেত্রীর ক্যারিয়ার। ২০০৫ সালে রিয়া সেনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়।
ধারণা করা হয়, ভিডিওতে তার সঙ্গে ছিলেন রিয়ার সেই সময়ের প্রেমিক আসমিত প্যাটেল। এ ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক শুরু হয়। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পরে টুকটাক অভিনয় করলেও রিয়া আর প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি।
প্রিয়াঙ্কা পণ্ডিত
তিনি ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা। তবে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে তার ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এরপর থেকেই আর প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাকে। গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না। জানা গেছে, কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বলিউড হলিউড বলিউড অভিনেতা হলিউড অভিনেত্রী হলিউড অভিনেতা বলিউড অভিনেত্রী
খবরটি শেয়ার করুন