সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের জবাব দিলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই জন দুই ধর্মের হলেও তাদের প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি ধর্ম। সোমবার ২৪শে জুন পরিবারকে সাক্ষী রেখে জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে সারেন সোনাক্ষী সিনহা। সেই গ্ল্যামারাস রিসেপশনের ঝলক বিগত দিন দুয়েক ধরেই ‘টক অফ দ্য টাউন’!

তাদের বিয়ে নিয়ে অনেকেই করছেন কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ করছেন। কেউ জাত-ধর্ম তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন। আবার কারও প্রশ্ন, মুসলিম পরিবারে বিয়ে করেও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন? এসবের কারণে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশনই বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। তবে এবার পরম ধর্মের পাঠ দিলেন সোনাক্ষী সিনহা।

প্রসাদ ভাট নামে এক চিত্রশিল্পী সোনাক্ষী এবং জাহিরের রিসেপশন লুকের আদলে একটি ছবি একে শেয়ার করেছেন। সদ্যবিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসাই পরম ধর্ম।’ সেই ছবি নজর এড়ায়নি সোনাক্ষী। সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়ে অভিনেত্রী নিন্দুকদের উদ্দেশে জবাব ছুঁড়ে দিলেন।

আরো পড়ুন: পরকীয়া নিয়ে মুখ খুললেন মিথিলা

সেই পোস্টে মন্তব্যে ঘরে সোনাক্ষী লিখেছেন, ‘একদম সত্যি কথা বলেছেন আপনি। খুব মিষ্টি হয়েছে। ধন্যবাদ।’ ব্যস এতটুকুই।

মেয়েকে নিয়ে উগ্র ধর্ম ধ্বজাধারীদের এত মাথাব্যথা দেখে সম্প্রতি শত্রুঘ্নও মুখ খুলেছেন। নিন্দুকদের উদ্দেশে তিনি বলেছেন, আমার মেয়ে কোনও অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!

রোববার নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম।

এসি/

সোনাক্ষী হিন্দু-মুসলিম

খবরটি শেয়ার করুন