বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

এত যুদ্ধ থামানোর পরও কেন নোবেল পাব না, ট্রাম্পের অভিমান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। খবর এনডিটিভির।

সর্বশেষ স্থানীয় সময় আজ শনিবার (২১শে জুন) ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’

ট্রাম্প বলেন, 'যুদ্ধটি ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশিরভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার (২৩শে জুন) ওয়াশিংটনে আসছেন এ চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্যই এক অসাধারণ দিন!’

এ সময় তিনি তার নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এ চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা আমেরিকার অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’

আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও নোবেল শান্তি পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’

তিনি বলেন, ‘না, আমি নোবেল শান্তি পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে—আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250