ফাইল ছবি
খালেদা জিয়া ও নেতা–কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৬শে এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (২১শে এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ
এদিকে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে সমাবেশের কথা জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এসকে/
খবরটি শেয়ার করুন