শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

মব ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনাগুলো ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার (২৪শে জুন) দুপুরে রাজধানীতে জাইকার কারিগরি সহায়তায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রকল্পের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদাকে ঘিরে জনতার রোষে পড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মামলাও নিয়েছি। মব জাস্টিসকে আমরা কখনোই অনুমোদন করি না। এর আগেও অনেক ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা করেছি। এমনকি পুলিশের অবহেলার কারণে কিছু কর্মকর্তাকেও সাসপেন্ড (অব্যাহতি) ও শাস্তির আওতায় আনা হয়েছে।’

তিনি বলেন, ‘তিন-চার মাস আগের তুলনায় এখন মব জাস্টিসের ঘটনা অনেক কম। রাতে কোনো আসামিকে ধরতে গিয়ে বাড়িতে হানা দেওয়া বা দরজা ভাঙার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা সহ্য করছি না। এসব কারণে পরিস্থিতি এখন অনেক নিয়ন্ত্রণে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী ধরতে হলে পুলিশকে জানাতে হবে, আমরা ব্যবস্থা নেব।’

এ ছাড়া চাঁদাবাজি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় এমন একটি ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আজকের অনুষ্ঠানে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-তে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/

বাংলাদেশ পুলিশ ডিএমপি কমিশনার মব জাস্টিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250