শনিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফাল্গুনে আমের মুকুলের সুগন্ধ, ঠাকুরগাঁওয়ে এবার ভালো ফলনের আশা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমের মুকুলে ভরে গেছে ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাগানগুলো। ফাল্গুনের হাওয়ার সঙ্গে বসন্তের ছোঁয়া লেগেছে উপজেলার বিভিন্ন আমবাগানে। মুকুলে বাগানগুলো ভরে যাওয়ায় কৃষকের আনন্দের শেষ নেই। এ বছর অধিক লাভের আশা করছেন তারা।

উপজেলার কামারপুকুর গ্রামের আমবাগান মালিক হাসানুজ্জামান বলেন, আমি বেশ কয়েক বছর ধরে আমবাগান করছি। এক একর জমিতে বাগান রয়েছে। গত বছর আমের দাম ভালো থাকায় যথেষ্ট লাভবান হয়েছি। এ বছর দ্বিগুণ দামে আম বিক্রির আশা করছি।

চৌরগীর গ্রামের বাসিন্দা আলমগীর বলেন, আমি সূর্যপূরী, ল্যাংড়াসহ বেশ কয়েক জাতের গাছ রোপন করে আম বাগান করেছি। গতবছর অনলাইনে প্রচুর অর্ডার পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠিয়েছি। এ বছর আমের দাম বেশ ভালো থাকবে বলে আশা করছি।

আরও পড়ুন: বরই চাষে মাহবুবের বছরে আয় হবে ১২ লাখ টাকা

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলায় ২১৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এর মধ্যে আম্রপালি ১২০ হেক্টর, ফজলি ৪ হেক্টর, ল্যাংড়া ৮ হেক্টর, গোপালভোগ ১০ হেক্টর, সূর্যপূরী ১৮ হেক্টর, নীলাম্বরি ৮ হেক্টর, বারী-৪ ১০ হেক্টর, হাঁড়িভাঙ্গা ১০ হেক্টর, হিমসাগর ১ হেক্টর, আশ্বিনা ৪ হেক্টর।

এসি/ আই.কে.জে/     


আমের মুকুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন