ছবি: সংগৃহীত
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলার আরেক আসামি তানভীর ভূঁইয়া স্বীকারোক্তি দিতে রাজি হয়েছেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ঠা জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড শুরু করেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (৩রা জুন) একই মামলায় আদালতে আসামি শিলাস্তি রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
আরো পড়ুন: এমপি আনার হত্যার দায় স্বীকার করে শিলাস্তির জবানবন্দি
এর আগে গত ২৪শে মে শিলাস্তিসহ তিনজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ৩১শে মে দ্বিতীয় দফায় তাদের পাঁচ দিনের রিমান্ড করেন।
এইচআ/