শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিল ইতালি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইতালি। ছবি: আইসিসি

ফুটবল বিশ্বকাপে গত দুই আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি। অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কী না, তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট৷ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইউরোপ থেকে তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডসও।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই শেষ হয়েছে শুক্রবার (১১ই জুলাই)। পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা দুই দল পেয়েছে মূল পর্বের টিকিট। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করে নেদারল্যান্ডস। ঘরের মাঠে শুক্রবার ইতালিকে ৯ উইকেট ও ২২ বল হাতে রেখে হারিয়েছে তারা।

বলের হিসাবে আরও ব্যবধানে হারলে বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারত ইতালির। তাদের সমান ৫ পয়েন্ট নিয়েও তাই রানরেটে পিছিয়ে থাকার কারণে তিনে থেকে আসর শেষ করতে হয় জার্সির। প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা দলটির রানরেট ০.৩০৬। স্কটল্যান্ডকে নাটকীয়ভাবে ১ উইকেটে হারানোয় আশাবাদী হতে থাকে তারা। কিন্তু নেদারল্যান্ডসের কাছে হারের পর ইতালির রানরেট দাঁড়ায় ০.৬১২। জার্সির মতো ইতালিও অঘটনের জন্ম দেয় গত বুধবার (৯ই জুলাই) স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে। তাদের অন্য জয়টি আসে গার্নসির বিপক্ষে।

ইতালির স্বপ্নপূরণের দিনে নিজেকে সার্থক হিসেবে মনে করতে পারেন জো বার্নস। অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা এ ব্যাটার প্রয়াত ভাইয়ের স্মরণে গত বছর থেকে ইতালির হয়ে খেলতে শুরু করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেকও হয় ইতালির জার্সিতে। বিশ্বকাপ বাছাইয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ১৫ দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্য পাঁচ দলের মধ্যে আফ্রিকান বাছাই থেকে দুটি ও এশিয়া প্যাসিফিক থেকে উঠে আসবে তিনটি দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতালি ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250