শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গ্রীষ্মকালীন শাক-সবজির বিশেষ পরিচর্যা করবেন যেভাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে শাক-সবজির বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারণ বৈরী আবহাওয়া শাক-সবজির জন্য ক্ষতিকর। টাটকা ও সতেজ শাক-সবজি পেতে জেনে নিন যত্নের নিয়ম-

১. মাঠ বা বাড়ির আঙিনায় গ্রীষ্মকালীন শাক-সবজির পরিচর্যা সতর্কতার সঙ্গে করতে হবে।

২. সারের প্রয়োগ, আগাছা পরিষ্কার, গোড়ায় বা কেলিতে মাটি তুলে দেওয়া, লতাজাতীয় সবজির জন্য বাউনি বা মাচার ব্যবস্থা করা জরুরি।

৩. লতানো সবজির দৈহিক বৃদ্ধি কমাতে লতার বা গাছের ১৫-২০ শতাংশের লতা-পাতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে।

আরো পড়ুন: বেবি তরমুজ চাষ করে ৩৫ হাজার টাকা খরচে আয় দেড় লাখ

৪. গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে।

৫. কুমড়াজাতীয় সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন বেশি ফলনে দারুণভাবে সহায়তা করবে।

৭. কুমড়াজাতীয় ফসলে মাছি-পোকা বেশি ক্ষতি করে। তাই জমিতে খুঁটি বসিয়ে মাথায় বিষটোপ ফাঁদ দিলে উপকার হয়। সেক্স ফেরোমন ব্যবহার করেও আক্রমণ রোধ করা যায়।

৮. হাত বাছাই, পোকা ধরার ফাঁদ, ছাই ব্যবহার করে পোকা দমন করা যায়। আক্রান্ত অংশ কেটে ফেলে এবং সর্বশেষ বালাইনাশক ব্যবহার করতে হবে।

৯. সবজিতে ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, বিভিন্ন বিটল পোকা সবুজ পাতা খেয়ে ফেলতে পারে।

১০. মাটির জো বুঝে প্রয়োজনে হালকা সেচ দিতে হবে। সেই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে।

এসি/ আই.কে.জে/

শাক-সবজি গ্রীষ্মকালীন

খবরটি শেয়ার করুন