ছবি: সংগৃহীত
সম্প্রতি নন্দিত পরিচালক ও সঞ্চালক করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা। সেখানেই এ অভিনেত্রীর হাতে দামী ঘড়িটি দেখা গিয়েছিল। এ আয়োজনে কিয়ারার সাজপোশাক থেকে শুরু করে ঘড়িটিও নজর কেড়েছিল অনেকের। তবে ঘড়িটির দাম শুনে অবাক হয়েছেন অনেকেই।
জিনিসটি হলো সাপের আদলে গড়া বিলাসবহুল ব্র্যান্ডের একটি ব্রেসলেট ঘড়ি। যার দাম ৪৭ হাজার মার্কিন ডালার; টাকার অঙ্কে ৫১ লাখ ৭০ হাজারেরও বেশি।
তাই ঘড়ি সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছেন নেটদুনিয়ার বাসিন্দাদের অনেকেই। কিন্তু খোঁজখবর নিয়ে যখন জেনেছেন, ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড ও হীরা দিয়ে তৈরি ঘড়িটির দাম ৪৭ হাজার ডলার, তখন অনেকেই আঁতকে উঠেছেন।
ইতালীয় বুলগেরি সেরপেন্তি ব্র্যান্ডের ঘড়িটির দাম যতটা না অবাক করেছে অনুরাগীদের, তার চেয়েও বেশি অবাক হয়েছেন কিয়ারার হাতে এটি আর না দেখতে পাওয়ায়। অনেকেরই এখন প্রশ্ন, ব্যবহারের জন্য নাকি শুধু সংগ্রহে রাখার জন্যই অভিনেত্রী ঘড়িটি কিনেছেন? কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, এটি বিশেষ কারও দেওয়া বিশেষ উপহার কিনা।
আরো পড়ুন: মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন
প্রশ্ন যতই থাকুক, বরাবরের মতো নেটিজেনদের এ প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি তাঁর কাছে। এদিকে ঘড়ি সংগ্রহ করে কিয়ারা যেমন অনুরাগীদের অবাক করেছেন, তেমনি তাঁর অনুসারীরাও অবাক করে দিয়েছেন অসময়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আরও একবার পাপারাজ্জিদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেখানেই হঠাৎ পাপারাজ্জিরা তাঁকে ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানান। শুরুতে অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে অনুসারীদের আঙুলের ইশারায় অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর প্রকৃত জন্মদিন আসতে এখনও অনেক দিন বাকি।
এসি/ আই.কে.জে/