শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

চীনে প্রথমবারের মতো আম রপ্তানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনে আজ প্রথমবারের মতো আম রপ্তানি হচ্ছে। আজ বুধবার (২৮শে মে) প্রথম চালানে সাতক্ষীরা, যশোর অঞ্চলের ১০ টন আমের চালান চীনে পাঠানো হবে। এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বাংলাদেশ কখনো চীনে আম রপ্তানি করেনি।

তবে গত কয়েক মাস আগে চীনে আম রপ্তানি নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে চুক্তি হয়। চলতি মৌসুমে সব মিলিয়ে ১০০ টন আম রপ্তানি করা হবে। আর এ  ১০ টন আম কয়েকজন রপ্তানিকারক মিলে রপ্তানি করছেন বলে জানা যায়।

এ ছাড়া আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ বছরের আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৮শে এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান পরিদর্শন করেছিলেন। আর এর ফলেই মূলত চীনে প্রথমবারের মতো আম রপ্তানির প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে।

এর আগে ২০১৯ সালে চীনে আমসহ কিছু কৃষিপণ্য রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল বাংলাদেশ। তবে করোনাভাইরাসের সংক্রমণসহ নানা কারণে দীর্ঘ ছয় বছর পর দেশটিতে আম রপ্তানির উদ্যোগ সফল হতে চলেছে।

আজ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, প্রথম দফায় আজ ঢাকা থেকে ১০ টন আম চীনে রপ্তানি হবে। ধীরে ধীরে বাকি আমও রপ্তানি করা হবে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে ২৪ লাখ টন। এর মধ্যে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ৩২১ টন। বাংলাদেশ থেকে গত বছর ২১টি দেশে আম রপ্তানি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি ও সিঙ্গাপুরের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও কয়েকটি দেশ রয়েছে।

আরএইচ/

চীনে আম রপ্তানি প্রথমবারের মতো সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জের আম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250