বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ঢুকে ৫ কৃষককে মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি বিষয়টিতে প্রতিবাদ জানালে দুঃখ প্রকাশ করে বিএসএফ।

আহত পাঁচ কৃষক হলেন– কৃষ্ণানন্দ বকশী গ্রামের মো. শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, মো. রিপন ও কাশেম আলী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ফুলবাড়ীর বারোমাসিয়া নদীর তীরে ৫০০ গজ অভ্যন্তরে সীমান্তের ৯৩০ সাব-পিলারে কাছে কয়েক কৃষক ক্ষেতে কাজ করছিলেন। ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভুট্টাক্ষেতে কাজ করা বাংলাদেশি কৃষকরা তাদের বাধা দেন। এ নিয়ে বিএসএফ সদস্যরা ক্ষুব্ধ হয়ে বন্দুকের পেছনের অংশ দিয়ে কৃষকদের আঘাত করেন। এতে পাঁচজন আহত হন। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। কী কারণে বিএসএফ সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন, তা জানা যায়নি।

মারধরের শিকার মো. শামসুল বলেন, ভারতের পাঁচ জওয়ান শূন্যরেখা পার হয়ে গ্রামে ঢুকে পড়েন। আমি জমিতে কাজ করছিলাম। তারা বলে, এখানে থাকা যাবে না, তোমরা চলে যাও। আমি বলি, আমার জমিতে আমি কাজ করব না কেন, আপনারা আপনাদের দেশে চলে যান। এর পর এক পর্যায়ে তারা মারধর করে।

আইকেজে /

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন