ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যৌন নিপীড়ক জেফরে এপস্টেইনের জন্মদিনে বিতর্কিত শুভেচ্ছাবার্তাটি তিনি পাঠানটি। ওই বার্তায় থাকা স্বাক্ষরটি তার নয়। প্রয়াত এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে চলমান সমালোচনার মধ্যে নতুন করে এমন দাবি করলেন ট্রাম্প। খবর আল জাজিরার।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা আমার স্বাক্ষর নয়। আর এটা আমার কথা বলার ধরনও নয়। আমাকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে সংবাদ করে আসছেন, তারা জানেন যে এটা আমার ভাষা নয়। এসব অর্থহীন।’
এর আগে হোয়াইট হাউস বলেছে, স্বাক্ষরটি যে ট্রাম্পের নয়, তা প্রমাণ করতে ফরেনসিক পরীক্ষা করা হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট এই চিঠি লেখেননি। তিনি এই চিঠিতে স্বাক্ষরও করেননি।’
২০০৩ সালে জেফরে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে ২৩৮ পৃষ্ঠার একটি ‘বার্থডে বুক’ (শুভেচ্ছাবার্তা ও বিভিন্ন স্মৃতিচিহ্ন–সংবলিত বই) তৈরি করা হয়। ওই বইয়ে থাকা একটি শুভেচ্ছাবার্তাই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন ডোনাল্ড ট্রাম্প।
এপস্টেইনের সঙ্গে অতীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা নিয়ে অনেক দিন ধরেই বিতর্কের মধ্যে আছেন ট্রাম্প। এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে আটক থাকা অবস্থায় মারা যান। যৌন কাজের জন্য নারীদের পাচারের অভিযোগে তাকে আটক রাখা হয়েছিল।
জে.এস/
খবরটি শেয়ার করুন