বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের পিটিআইয়ের চেয়ারম্যান হলেন গহর আলী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ না যেতেই চমকে দেখিয়ে ফের পিটিআই’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গহর আলী। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো পিটিআইয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। 

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) পিটিআইয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম। 

সেখানে বলা হয়েছে, চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্যানেল নিজেদের প্রত্যাহার করায় গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্যানেল প্রত্যাহারের পর শুধু তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। 

আরো পড়ুন: ইরানে চলছে জাতীয় নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ ভাগ নারী প্রার্থী

এর আগে ইমরান খানের অবর্তমানে ঠিক মতো দল পরিচালনা করতে না পারার অভিযোগে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল ব্যারিস্টার গহর আলী খানকে। 

সূত্র:দৈনিক ডন

এইচআ/ 




পিটিআই ব্যারিস্টার গহর আলী খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন