ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যে আবেদনগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য মাঠ কর্মকর্তাদের আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।
রোববার (১লা ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সিদ্ধান্তগুলো হলো—
১. আগামী ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নিষ্পত্তি করবেন।
২. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
আরও পড়ুন: বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ!
৩. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ই ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।
৪. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ই ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।
৫. ২০২০ সালের ৩১শে ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সেই আবেদনগুলোও আগামী ১৪ই ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।
এসি/ আই.কে.জে/