সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক *** মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ *** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

এ সাফল্যকে ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: এএফপি

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তার নেতৃত্বেই বুধবার (১৬ই জুলাই) প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। গতকাল ব্যাটিংয়ে অবশ্য ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস। তবে নেতৃত্ব দেওয়ায় দেখিয়েছেন সৃজনশীলতা। মাঠে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত, ডাগআউটে আত্মবিশ্বাস, আর সঠিক সময়ে সঠিক বোলার ব্যবহার—সব মিলিয়ে সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন দলকে। হয়েছেন সিরিজসেরাও। তবে কৃতিত্বটা তিনি দিচ্ছেন দলের সবাইকে। সিরিজ জয়ের পর বললেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে বাজে খেলেছিলাম, সেসব পেছনে ফেলে ছেলেরা দুর্দান্ত মানসিকতা দেখিয়েছেন।’

টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলে জানালেন লিটন, ‘যদি টস জিততাম, আমি ব্যাটিংই নিতাম। কারণ, আমাদের বোলিং আক্রমণ ভালো।’

শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়কে বড় একটা সাফল্য হিসেবেই দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রিকেটের এটি একটি বড় একটা অর্জন বলেই মনে করি আমি। এ জয় আমাদের ক্রিকেট ও আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। আমাদের স্বপ্নটা বড়, এ জয়ে সেই স্বপ্নপূরণের পথেই এগিয়ে দেবে দলকে।’

সিরিজের প্রথম দুই ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এক সাহসী সিদ্ধান্ত। মেহেদী হাসান মিরাজের বদলে শেখ মেহেদী হাসানকে খেলানো। এ পরিবর্তন নিয়ে প্রশ্ন ছিল, বিতর্কও ছিল। তবে শেখ মেহেদী তার ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪-১১) প্রমাণ করে দেন, অধিনায়কের সিদ্ধান্ত ঠিক ছিল।

তো কিসের ভিত্তিতে মিরাজকে রেখে মেহেদীকে খেলানো? লিটনের উত্তর, ‘এ পিচ মেহেদীর (হাসান) জন্য উপযোগী হবে বলেই বিশ্বাস ছিল আমার। তাই ওকে খেলানো হয়েছে। এর মানে এই না যে মেহেদী হাসান মিরাজ খারাপ খেলোয়াড়, কিন্তু এটা ছিল পিচের ধরন ও কন্ডিশনের ওপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত। সামনে মিরাজও আবার সুযোগ পাবে।’

বাংলাদেশ ক্রিকেট দল লিটন দাস টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250