শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বাজানো যাবে না সাউন্ড বক্স!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি ও পটকা ফোটানো এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিষেধাজ্ঞা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৯ই এপ্রিল) সকালে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন নিষিদ্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (৮ই এপ্রিল) জনসাধারণের উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাউন্ড বক্স বাজানো, পটকা ও আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওআ/

ঈদ

খবরটি শেয়ার করুন