শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা *** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে

কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯শে আগস্ট) হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্টরা সাধারণত পদ ছাড়ার পর ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব ছাড়ার আগে হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাড়িয়ে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত করেছিলেন।

নিজের স্মৃতিকথা ‘১০৭ ডেইজ’ নিয়ে সেপ্টেম্বর মাসে ১৫ শহরে প্রচার অভিযানে নামবেন হ্যারিস। নিজের অসফল প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা নিয়ে এই স্মৃতিকথা লেখা হয়েছে। নির্বচনী লড়াইয়ে ট্রাম্পের কাছে বড় ধাক্কা খাওয়ার পর বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরবর্তী ১০৭ দিন ডেমোক্র্যাটদের মনোনীত প্রার্থী ছিলেন কমলা। শেষ পর্যন্ত ট্রাম্পের কাছেই পরাজিত হন তিনি।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে হ্যারিসকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ১লা সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হচ্ছে।

এ বিষয়ে হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) আমেরিকার সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব, নিবেদিতভাবে দায়িত্ব পালন এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হলেও ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি কমলা। তিনি ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রার্থী হবেন না বলে গত ৩০শে জুলাই ঘোষণা দেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন