ছবি: সংগৃহীত
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই ব্যবহারকারীরা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার এরই মধ্যে দেখা গেছে। তবে এখনও হোয়াটসঅ্যাপ সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
আপাতত এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর সে জন্যই বিটা টেস্টাররাও এখনো হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা পাননি। ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ।
আরো পড়ুন : বিনা মূল্যে ভাষা শেখার ৫ অ্যাপ
অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার লঞ্চ হয়েছে বিগত কয়েক বছরে। এর মধ্যে বেশ কয়েকটি ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এস/ আই.কে.জে/