ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় তারকাজুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর অপেক্ষার পালা এবার শেষ হলো। প্রথম সন্তানের মা-বাবা হলেন তারা। মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সন্তানকে পেয়ে সব কাজ ভুলে গেছেন তারা। এমনকি অভিনয় থেকে বিরতি নেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
তাদের কন্যাসন্তান পৃথিবীতে এলে ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর।
ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা-রণবীর লিখেছেন, ‘ওয়েলকাম বেবি গার্ল!’ তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত-অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা।
আরো পড়ুন : অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনে মডেল নিরব
মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই ৭ই সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং।
এর আগে দেয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি কন্যাসন্তান চান। ‘আমি চাই, মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয়,’ বলেছিলেন তিনি। অন্যদিকে ভোগ সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।
প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। সময়ের হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর তাদের সংসারে এলো নতুন অতিথি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এস/কেবি