মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

‘হামলায় ইসলামিক স্টেট নয়, ইউক্রেন জড়িত’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে মন্তব্য করে ইউক্রেন ও পশ্চিমারা প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তবে হামলায় ইসলামিক স্টেট নয়, বরং ইউক্রেন জড়িত।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের মূল প্রতিষ্ঠান রোসিয়া সেগোদনিয়ার প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান শনিবার (২৪শে মার্চ) এমনই দাবি করেছেন।

রোসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের এই প্রধান জোর দিয়ে বলেছেন, রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যে এই হামলাকারীদের নাম ও পরিচয় জানতে পেরেছে। সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে হামলার সব তথ্য দিয়েছে।

তিনি বলেন, হামলার পরপরই মার্কিন গণমাধ্যম এমন ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে শুরু করে যে, এই হামলায় আইএস জড়িত। সিমোনিয়ান বলেন, অপরাধীদের হামলার চালানোর জন্য এমনভাবে বেছে নেওয়া হয়েছিল যে এই হামলার পেছনে আইএসই ছিল; এমন আখ্যান পশ্চিমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সহায়তা করবে।

রাশিয়ার এই সম্পাদক বলেন, আইএসের সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক নেই। ইউক্রেনীয়রাই এই হামলা চালিয়েছে।

আরো পড়ুন: রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে কোটি মুসল্লি

সিমোনিয়ান বলেন, পশ্চিমা গণমাধ্যম এমন উৎসাহ নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল যে, গ্রেপ্তার হওয়ার আগেই তারা আইএসকে দায়ী করেছে। কিন্তু গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে হামলার পেছনে কারা জড়িত তার সবই জানিয়েছে। সিমোনিয়ান ‌‌বলেন, ‘‘কনসার্ট হলে হামলা আইএস করেনি। আরও অনেকের একটি সু-সমন্বিত দল এই হামলা চালিয়েছে।’’

এর আগে, শুক্রবার (২২শে মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরের ক্রাসনোগোর্স্ক অঞ্চলের ক্রোকাস সিটি হলের কনসার্ট ভেন্যুতে ভয়াবহ হামলা হয়। সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে ব্যাপক প্রাণহানি ঘটে। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। গুলির পাশাপাশি সিটি হলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

সূত্র: বিবিসি

এইচআ/ 

মস্কো হামলা আইএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন