ছবি: সংগৃহীত
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর ঘটনায় স্তব্ধ পুরো দেশ। হতাহতের ঘটনায় চলছে শোকের মাতম। এই শোকে গানে সাময়িক বিরতি ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
বুধবার (২৩শে জুলাই) বিকেলে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’ সেই পোস্টের কমেন্টে এক ভক্ত অনুরোধ করেন, ‘ইমরান ভাই, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’
ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। জবাবে তিনি লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’
এর আগে মঙ্গলবার (২২শে জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’
জে.এস/
খবরটি শেয়ার করুন