ফাইল ছবি (সংগৃহীত)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তার শাসনামলে 'মানবাধিকার ও গণতন্ত্র' নিয়ে কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২৯শে মার্চ) ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এ ঘোষণা দেয়।
পিডব্লিউএ একটি অ্যাডভোকেসি গ্রুপ। এটি গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে পার্টিয়েট সেন্ট্রাম জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে—এমন ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য মনোনীত করেছি।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন