ছবি: সংগৃহীত
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ই মার্চ) দুপুরে রাজধানীতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের উচিত, এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা। যাতে আমাদের অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন হয়। এই চুক্তি দুই দেশের বৃহত্তর কূটনৈতিক বিনিময়কে সহজতর করবে এবং বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথকে প্রশস্ত করবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে তৈরি পোশাকশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং, তথ্যপ্রযুক্তি ও আইটি-সংশ্লিষ্ট সেবা এবং ওষুধশিল্প খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও গাম্বিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদু টাঙ্গারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এইচ.এস/