বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

তরুণদের বন্ধুত্বের গল্পে আসছে সিনেমা ‘উড়াল’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু ও এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। 

গত বৃহস্পতিবার (১লা মে) সিনেমার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, শিগগিরই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা জানালেন, কোরবানির ঈদের পরে উড়াল মুক্তির পরিকল্পনা করছেন তারা।

কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশিরভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তারও এটি প্রথম কাজ।

তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘এ সিনেমার গল্প যখন চূড়ান্ত হয়, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম নতুনদের নিয়ে কাজ করার। মূলত গল্পের কারণেই তরুণ অভিনয়শিল্পীদের নেওয়া। পরিচিত শিল্পী নিলে হয়তো আমরা অনেক সুবিধা পেতাম। কিন্তু আমরা চেয়েছি পর্দায় তাদের দেখলে যেন দর্শক চরিত্রটিকেই দেখেন। পরিচিত শিল্পী হলে তেমনটা হওয়া কঠিন।’

ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন