বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর *** অর্থবছর শেষে বেড়েছে খাদ্য মজুদ *** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

ঈদের বেশিরভাগ সিনেমা দারুণ ব্যবসা করছে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। সারা বছর খালি থাকলেও ঈদের সময় দর্শকে মুখর হয়ে ওঠে সিনেমা হলগুলো। তবে গত কয়েক বছর রোজার ঈদের সিনেমাগুলোতে আশানুরূপ সাফল্য মেলেনি। ‘প্রিয়তমা’, ‘পরাণ’, ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলো মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। এবার সেই খরা বুঝি কাটল। 

রোজার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার চারটিই দারুণ ব্যবসা করছে। প্রথমদিন থেকে হলে ভিড় বেড়েছে দর্শকের। মুক্তির আটদিন পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সগুলোতে এখনো চলছে টিকিটের টানাটানি। সিঙ্গেল স্ক্রিনেও দেখা যাচ্ছে লম্বা সারি।

এবার রোজার ঈদে মুক্তি পেয়েছে ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, ‘জংলি’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন থ্রি’। সবচেয়ে বেশিসংখ্যক হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবাদ। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

হলের সংখ্যায় এরপরেই ছিল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মা। তবে মুক্তির পর তা আলো ছড়াতে পারেনি। দুইদিন পরেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় অন্তরাত্মা। বাকিগুলো চলছে দাপট নিয়ে। আর তাতেই প্রযোজকদের পাশাপাশি হাসি ফুটেছে হলমালিকদের মুখে।

বরবাদ দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রথম সিনেমার সাফল্যে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার শেহরিন আক্তার সুমি। তিনি বলেন, ‘জানতাম, বরবাদ ভালো চলবে। তবে এত সাড়া পাব ভাবিনি। অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। মাল্টিপ্লেক্সেও টিকিট নিয়ে কাড়াকাড়ি। লেট নাইট শোর ব্যবস্থা করা হয়েছে অনেক জায়গায়।’

ব্যবসা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে দাগির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রতিদিনই দাগি হাউসফুল যাচ্ছে। সব সিনেপ্লেক্সেই দাপট দেখাচ্ছে দাগি। ঈদের ছুটির সময় দর্শক সিনেমা দেখবেন, এমন ধারণা আগেই করেছিলাম। তবে ছুটির পর দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। কিন্তু ছুটির পরেও হাউসফুল যাচ্ছে।’

সরকারি অনুদানে চক্কর ৩০২ বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। সিনেমার সহপ্রযোজকও তিনি। দর্শকের আগ্রহে সন্তুষ্ট হলেও সিনেমার শো নিয়ে কিছুটা আক্ষেপ আছে তার। জীবন বলেন, ‘সিনেমা বানিয়েছি দর্শকের জন্য। যারা দেখছেন, তারা ভালো বলছেন, এটাই তো সার্থকতা। ব্যাপকভাবে প্রচার করতে পারিনি। শুরু থেকে আমরা বলেছি, চক্করের প্রমোশন করবেন দর্শক। সেটাই হচ্ছে।’

সিনেপ্লেক্সে কম শো পেলেও দর্শকের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট জংলি সিনেমার প্রযোজক জাহিদ হোসেন অভি। তিনি মনে করেন, ‘সামনে আরও বেশি শো পাবে জংলি, সেই সঙ্গে আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শনী বাড়বে।’ 

অভি বলেন, ‘জংলি ফ্যামিলি অডিয়েন্সের সিনেমা। অবশ্যই কমার্শিয়াল সিনেমা; পাশাপাশি সামাজিক বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। জংলির সব শো হাউসফুল যাওয়ায় আমরা খুশি। দর্শকের প্রতিক্রিয়ায় আমরা অভিভূত।’

টেকনিক্যাল কারণে সিঙ্গেল স্ক্রিনে জ্বীন থ্রি মুক্তি দিতে পারেনি জাজ মাল্টিমিডিয়া। ডিসিপি রেডি করতে দেরি হওয়ায় মাল্টিপ্লেক্সেও শোর সংখ্যায় পিছিয়ে পড়েছে সিনেমাটির। তবে যে কয়টি শো পেয়েছে, বেশিরভাগ হাউসফুল যাচ্ছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠানটির।

এবার ঈদের সিনেমা নতুন করে আশা দেখাচ্ছে উল্লেখ করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদের সিনেমা নিয়ে হলমালিকেরা সন্তুষ্ট। প্রায় সব প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে। বরবাদ, জ্বীন থ্রি, দাগি, জংলি, চক্কর—প্রতিটি সিনেমাই দর্শক দেখার চেষ্টা করছেন। আমরা আনন্দিত।’

ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি পেলে হলের সংখ্যা বাড়ার আশাবাদ এ প্রযোজকের। উজ্জ্বল বলেন, ‘সিনেমার ব্যবসা নিয়ে নিরাশ হয়ে পড়েছিলাম। অনেকে এ ব্যবসা থেকে সরে গেছেন, অনেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এ ঈদে যে সাড়া পেয়েছি, তাতে হলমালিকরা নতুন করে উজ্জীবিত হয়েছেন।’

এইচ.এস/



সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন