বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি *** বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি *** ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ *** শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা *** সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না, মুসলিম নেতাদের ট্রাম্পের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: এএফপি

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে অংশ নিয়েছেন সৌদি আরব, মিসর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান ও পাকিস্তানের শীর্ষ নেতারা। শুধু পশ্চিম তীর নয়, গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদসহ জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোর ঐতিহাসিক অবস্থান পরিবর্তনের ঝুঁকিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। আলোচনায় উপস্থিত ছিল এমন এক সূত্র জানিয়েছে, সব ইস্যুতেই বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, ‘মার্কিন সবুজ সংকেত ছাড়া নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে কিছুই করে না। ট্রাম্প যেহেতু আশ্বস্ত করেছেন সেহেতু আপাতত শঙ্কা কিছুটা কমেছে।’ আরেকজন উপস্থিত ব্যক্তিও ট্রাম্পের প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে এখনই পদক্ষেপ জরুরি বলে বলছেন পশ্চিমা নেতারা। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের দীর্ঘ দুই বছর ধরে গাজায় যে যুদ্ধাপরাধের চালিয়ে যাচ্ছে তার মধ্যে এই স্বীকৃতি নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

তবে বিষয়টি ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেতানিয়াহুর ডানপন্থী মন্ত্রীরা পশ্চিম তীরকে দ্রুত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি তুলেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার (২৯শে সেপ্টেম্বর) ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিম তীর দখলের উদ্যোগ নিলে ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে। বিশেষ করে আমিরাত—যা প্রথম ও প্রভাবশালী আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারাও এমন পদক্ষেপকে ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করেছে।

এ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘিরে আরব ও ইউরোপীয় নেতারা ওয়াশিংটনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব নেতাদের উদ্দেশে বলেন, ‘গাজা ইস্যুটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টি খুব পরিষ্কারভাবেই বুঝি।’ তবে পশ্চিম তীর নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250