সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে সংসদ নির্বাচনের তফসিল, আগস্টের মধ্যেই ‘পূর্ণ প্রস্তুতি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে জুলাই-আগস্টের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার চিন্তা করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৫শে মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা জুলাই-আগস্টের মধ্যেই ফুল প্রস্তুত থাকার চিন্তা করছি। কারণ, আমাদের যে সংশোধনীগুলো আইনে আসছে, সেগুলোর ম্যানুয়াল পাবলিশ করতে হবে। এগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে মাঠ থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশাল কর্মযজ্ঞ এটা। অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণার চিন্তা করি, তাহলে জুলাই-আগস্টের ভেতরে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরকে টার্গেট করে সরকারের দিক থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও ডিসেম্বরকে টার্গেট করে সব ধরনের পরিকল্পনাসহ কাজগুলো এগিয়ে নিচ্ছি।’

জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের মধ্যে মাঠের উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন রাষ্ট্রের প্রতিটা অর্গানের সহযোগিতার ইন্টিগ্রেটেড রেজাল্ট। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করবে এবং সবাই চাচ্ছেন, এবারের নির্বাচন নজিরবিহীন সুন্দর নির্বাচন হবে।’

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন