ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেলে শফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন নিয়ে কয়েকটি নারী গ্রুপের সঙ্গে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাখানেক তর্ক-বিতর্কের পর আইনটি সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
এইচ.এস/
ধর্ষণ
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন