ছবি : সংগৃহীত
জনপ্রিয় খাবার ‘হট ডগ’ নিষিদ্ধ করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঠেকাতে তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া সসেজও নিষিদ্ধ করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কিম জং উন মনে করেন, আমেরিকানদের থেকে উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ কোরিয়ায় সসেজ চালু হয়েছিল। সুতরাং উত্তর কোরিয়দের এই খাবার খাওয়া বিশ্বাসঘাতকতার শামিল।
আরো পড়ুন : চাইলেই একদিনের জন্য মালিক হওয়া যেতো এই দেশের!
সম্প্রতি এক আদেশে তিনি বলেছেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে কুখ্যাত শ্রম শিবিরে সাজা খাটতে হবে।
২০১৭ সাল থেকে উত্তর কোরিয়ার ফুটপাতে ‘বুদা জিগাই’ নামের হট ডগ বিক্রি শুরু হয়। মাত্র কয়েক বছরের মধ্যে খাবারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর কোরিয়ায়। কিন্তু হঠাৎ করেই খাবারটির প্রতি খড়্গহস্ত হলেন কিম জং উন। তার মতে, হট ডগের মতো খাবার পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে। সুতরাং এ ধরনের খাবার উত্তর কোরিয়ায় চলবে না।
এস/কেবি