রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছর সিঁথিতে সিঁদুর পরে সুখবর দেবেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানিয়েছিলেন জীবনের নানা বাঁকের কথা। তবে নতুন বছরের সুখবর নিয়ে সামনে এলেন পরীমণি।

সন্তানকে নিয়ে লম্বা একটা বিরতি নিয়ে কাজ শুরু করেছেন পরীমণি। ফিরেই দিলেন নতুন নতুন কাজের খবর। কলকাতার সিনেমাতেও অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। নতুন বছর ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে পর্দা মাতাবেন তিনি।
 
আগামী ১৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীর ওপার বাংলার সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য হয়ে দেখা দেবেন তিনি। তার নতুন লুক সামনে এনেছেন পরী নিজেই।

সম্প্রতি পরীমণি তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেন।’
 
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শুটিং হয়েছে কলকাতায়।
 
আই.কে.জে/  

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন