শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘দরদ’ দেখবেন শাকিব, তিন হলের সব টিকেট কিনে নিল সহকর্মীরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকে ‘দরদ’ সিনেমার সঙ্গে সেভাবে সরাসরি পাওয়া যায়নি শাকিব খানকে। কারণ, নায়ক লম্বা সময় ব্যস্ত ছিলেন মুম্বাইয়ে ‘বরবাদ’ সেটে। ১৮ই নভেম্বর ঢাকায় ফিরেছেন। স্বস্তি প্রকাশ করেছেন ‘দরদ’র প্রতি দর্শকদের দরদ দেখে।

১৫ই নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি 'দরদ'। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে 'দরদ'। মুক্তির প্রথম দিনে হলে হলে সত্যিই নেমে এসেছিল ঈদের আমেজ। 

রোমান্টিক-থ্রিলার গল্পের 'দরদ'-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান! দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে 'দরদ'র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। 

২২শে নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়ি প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সৌজন্যে 'দরদ'-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।

আরও পড়ুন: বিচ্ছেদের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব : এ আর রহমান

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও কর্মপরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়ি প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে 'দরদ' উপভোগ করবেন।

এসি/ আই.কে.জে/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন