বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট *** দেশে নতুন করে রোহিঙ্গা আসা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের সভাপতিত্বে কমিটি *** এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব *** ফেসবুকে ছড়ানো নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব *** বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা *** ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই শামীমা *** দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল *** এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট *** আমেরিকা-চীনের বাণিজ্যযুদ্ধের সুবিধা পাচ্ছে বাংলাদেশ

অনলাইনে শো অফ করে আন্দোলন করিনি : টয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সরব ছিলেন তিনি। নেমেছিলেন রাজ পথেও।

তবে টয়া মনে করছেন, এখনো বাক স্বাধীনতা ফিরে পায়নি দেশের সাধারণ জনগণ। তা নিয়েই এবার আওয়াজ তুললেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

নিজের পোস্টে টয়া জানান, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করিনি। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাইনি। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।

টয়া আরও বলেন, একটা কথা ৫ই আগস্টের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই। টয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।

টয়া বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। অপেক্ষায় আছেন বড় পর্দা ও ওটিটিতে কাজ করার। এরই মধ্যে তিনি বেশকিছু সিনেমার গল্পও পেয়েছেন। যা নিয়ে কথাও চলছে।

ওআ/কেবি

অভিনেত্রী টয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন