শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি : শাকিরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গানের ভিডিও শুটের সময় স্পেনের খেলোয়াড় পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার, তারপর প্রেম। পরের বছর থেকে একসঙ্গে থাকা শুরু করেন এই জুটি। স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকের জন্য নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন পপ তারকা শাকিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কলম্বিয়ান এই গায়িকা। 

শাকিরা বলেছেন, ‘দীর্ঘ সময় আমি জেরার্ডের পাশে থাকার জন্য আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম, যাতে সে ফুটবল খেলতে পারে। আসলে প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।’

২০১০ সালের বিশ্বকাপ জিতেছিল পিকের দল স্পেন।

এরপর শাকিরা ও পিকে দুই ছেলের বাবা-মাও হন। সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করলেও তারা বিয়ের পরিকল্পনায় আগাননি। ১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে বিচ্ছেদ ঘোষণা করেন পিকে ও শাকিরা।

শাকিরা আরও বলেন, ‘আমার সংসার ও পরিবার আমার প্রথম অগ্রাধিকার ছিল। আমি বিশ্বাস করতাম মৃত্যু ছাড়া আমাকে আর পিকেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। সেই স্বপ্নেই আমি বিশ্বাস করতাম।’

তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ নিয়ে কোথাও তেমন কিছু বলিনি। কারণ আমাদের বিচ্ছেদ আর দশটা সাধারণ ঘর ভাঙার মতো ঘটনা নয়। আমার এবং সন্তানদের জন্য খারাপ সময় গেছে। সময়টা ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। তাছাড়া ওই সময় আমার বাবাও একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সব খারাপ যেন একসঙ্গে এসেছিল জীবনে।’

 আরো পড়ুন: নির্বাচনে প্রথমবার নায়িকা পলি

বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে থাকতেন শাকিরা। এর মধ্যে বিপুল অঙ্কের কর ফাঁকির মামলাতেও ফেঁসেছেন তিনি। কিছুদিন আগে বার্সেলোনার বাড়ি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শাকিরা দুই সন্তান নিয়ে এখন থাকেন মিয়ামিতে।

পিকে তাদের সম্পর্কের শেষ দিকে শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন, এমনই অভিযোগ উঠেছিল। এই ফুটবল খেলোয়াড় তখন থেকে ২৩ বছর বয়সী ছাত্রী ক্লারা চিয়া মার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডানিয়া উৎসবে দুজনের চুম্বনের ছবি স্প্যানিশ মিডিয়া আউটলেট সোশ্যাল সাইট প্রকাশ করেছিল। এরপর থেকেই ভাঙন শুরু পিকে-শাকিরা জুটির।

গত বছর নিজের গানেও তুলে এনেছেন পিকের বেইমানির অংশ। নিজের গানে সাবেক প্রেমিক ফুটবলার ও তার প্রেমিকাকে তুলোধুনো করেছেন শাকিরা। পিকের সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত একাই রয়েছেন শাকিরা। মাঝে টম ক্রুজ ও লুইস হ্যামিল্টনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করেন তিনি।

সূত্র:সানডে টাইমস 

এসি/ আই. কে. জে/


প্রেম শাকিরা

খবরটি শেয়ার করুন