রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আম্বানি পুত্রে বিয়েতে গান গাইতে নিলেন ৯৮ কোটি টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছেলে অনন্ত আম্বানির বিয়েতে হলিউড বলিউড সব এক করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। শাহরুখ রণবীরদের নাচের পাশাপাশি অনুষ্ঠানে গান শোনাবেন হলিউড গায়িকা রিয়ান্না।

এশিয়ার শীর্ষ ধনী ও ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। 

২০২২ সালের ২৯শে ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন অনন্ত আম্বানি। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। আর জমকালো বিয়ের অনুষ্ঠানে গাইতে ভারতে উড়ে এসেছেন পপতারকা রিয়ান্না।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রী কিরণের মুখে বার বার কেন আমিরের নাম

১লা মার্চ ভারতের গুজরাটের জামনগরে পৌঁছেই রিহার্সেল শুরু করে তার টিম। কিন্তু ধনকুবেরের ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা।

একটি সূত্র বলেন— এ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য পপতারকা রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।’

এসি/ আই.কে.জে/


বিয়ে আম্বানি পুত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন