বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে ডলারের প্রবাহ বাড়বে, কমবে ঘাটতি: আইএমএফ *** পাকিস্তানের বিষয়ে যেসব পদক্ষেপ নিল ভারত *** কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার *** ক্ষমতায় গেলে 'শিক্ষিত বেকার ভাতা' চালু করবে বিএনপি: তারেক রহমান *** ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল *** ডিসেম্বরের আগে যেভাবে নির্বাচন আয়োজন সম্ভব, জানালেন আমীর খসরু *** কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার *** কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস *** কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত *** সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মোদি

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এ সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়। স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তোরাব। তার চলে যাওয়ার পর বাকিরা বুঝতে পারে, সংসারে তার প্রয়োজনীয়তা।

এমন গল্পের সিনেমা দাঁড়কাক এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। দাঁড়কাক এবার জায়গা পেয়েছে ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শন হবে ফ্রান্সের দশম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিয়লে।

ফ্রান্সের টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪শে এপ্রিল প্রদর্শিত হবে দাঁড়কাক। ২৩ থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত চলবে উৎসবটি। এতে বিভিন্ন দেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। 

দাঁড়কাক ছাড়াও এ উৎসবে রয়েছে অসমীয়া নির্মাতা রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’, বোমান ইরানির ‘দ্য মেহতা বয়েজ’, দীপক রাউনিয়ারের ‘পূজা, স্যার’, নিস্থা জৈনের প্রামাণ্যচিত্র ‘ফার্মিং দ্য রেভল্যুশন’ ইত্যাদি।

কানাডার মন্ট্রিয়লে ২৪শে এপ্রিল থেকে ৪ঠা মে (সিনেমা হলে) এবং ১-১০ই মে (অনলাইনে) অনুষ্ঠিত হবে মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর; যেখানে দাঁড়কাক আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে অংশ নিচ্ছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে গত এক বছরে আলোচিত প্রায় সব উল্লেখযোগ্য স্বাধীন চলচ্চিত্র, যেমন মিন বাহাদুর ভামের ‘শম্ভালা’, সিদ্ধার্থ যতলার ‘ইন দ্য বেলি অব টাইগার’ ইত্যাদি।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন