রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

টালিউডে তৈরি হচ্ছে ‘পরীমণি’ নামের সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

‘পরীমণি’ সিনেমার শেষ দিনের শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

এ বছরের শুরুতে টালিউডে অভিষেক হয়েছে পরীমণির। অভিনয় করেছেন দেবরাজ সিনহার ‘ফেলুবক্সি’ সিনেমায়। আবারও টালিউড সিনেমার সঙ্গে জড়াল পরীমণির নাম। টালিউডে তৈরি হচ্ছে ‘পরীমণি’ নামের সিনেমা। তবে বেশি রহস্য না করে আগেই বলে দেওয়া ভালো, সিনেমাটি বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নয়। এতে তিনি অভিনয়ও করেননি।

‘পরীমণি’ সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। ভৌতিক রহস্যের মোড়কে সামাজিক সমস্যার গল্প বলা হবে এতে। পরিচালনায় সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। গল্পের কেন্দ্রে আছে পরী নামের এক সাধারণ কিশোরী। আপাতদৃষ্টিতে তার জীবন স্বাভাবিক হলেও রয়েছে এক অতীত, যাতে মিশে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়িত্ববোধ।

নির্মাতারা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরীমণি শুধু একটি সিনেমা নয়, এটি এক প্রতিরোধের কণ্ঠস্বর, এক নিঃশব্দ আর্তনাদের প্রতিচ্ছবি।

পরিচালক সৌভিক দে বলেন, ‘পরীমণি শুরু হয়েছিল একটি হরর গল্প হিসেবে। পরবর্তীতে গল্পটি নিয়ে কাজ করতে গিয়ে বুঝলাম, এটি আসলে আমাদের সমাজের প্রতিফলন। যেখানে অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিকতার আবরণের নিচে লুকিয়ে থাকে ভয়ের উপাদান। এই সিনেমার মাধ্যমে আমরা অতিপ্রাকৃতিক বিষয় এবং সামাজিক বাস্তবতাকে মেলানোর চেষ্টা করেছি।’

পরীমণি সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। আরও আছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী প্রমুখ। গত মাসে শেষ হয়েছে শুটিং। নির্মাতারা জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

জে.এস/

পরীমণি বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250