শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

হেরা ফেরি থ্রি'তে থাকছেন না পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরেশ রাওয়ালই প্রথম জানিয়েছিলেন ‘হেরা ফেরি থ্রি’র পরিকল্পনার কথা। ২০২২ সালে তার ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিল দর্শক। কারণ, বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়।

এরপর থেকে পরের পর্বের অপেক্ষায় ছিল দর্শক। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে হেরা ফেরি থ্রি। এ বছর মহরতও হয়েছে। সেখানে এসেছিলেন হেরা ফেরির তিন কান্ডারি— পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু হঠাই ছন্দপতন।

বলিউড হাঙ্গামা গতকাল শুক্রবার (১৬ই মে) জানিয়েছে, হেরা ফেরি থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন এর অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তার মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে বলিউড হাঙ্গামা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, ‘খবরটি সত্য।’

হেরা ফেরির গল্পের বাড়িওয়ালা বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। তার দুই ভাড়াটিয়া রাজু ও শ্যামের চরিত্রে অক্ষয় কুমার ও সুনীল শেঠি। তিনজনেরই টাকার খুব দরকার। টাকার সন্ধানে একের পর এক কাণ্ড ঘটাতে থাকেন তারা। দমফাটানো হাসির এ গল্পের প্রাণ বলা যায় বাবু ভাইয়া চরিত্রটিকে। 

এ চরিত্রের নানা সংলাপ ও অভিব্যক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মিম পোস্ট হতে দেখা যায়। ফলে হেরা ফেরির তৃতীয় পর্ব তৈরি হচ্ছে, অথচ তাতে পরেশ রাওয়াল থাকছেন না; এ খবর শুনে মন ভেঙে গেছে কোটি দর্শকের।

তবে নির্মাতারা এখনই আশা ছাড়ছেন না। তারা আশা করছেন, সব মতানৈক্য দূর করে আবার হেরা ফেরির সেটে ফিরবেন পরেশ রাওয়াল। হেরা ফেরির তৃতীয় পর্বটি নিয়ে শুরু থেকেই যে কাণ্ড চলছে, তাতে এ আশা অমূলক নয়। কখনো এ সিনেমার পরিচালক বদলেছে, কখনো অভিনেতা। ২০২২ সালে অক্ষয় কুমারও অস্বীকৃতি জানিয়েছিলেন তৃতীয় পর্বে অভিনয় করতে। 

তিনিও ফিরেছেন। হেরা ফেরির প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন না। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন।

এইচ.এস/

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250