রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোদে তাপে পুড়তে পারে ঠোঁটও, ক্ষতি এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

রোদের তাপ থেকে বাঁচতে অনেকেই হাতে-মুখে সানস্ক্রিন মাখেন। কেবল রোদ নয়, ত্বকের বয়সজনিত সমস্যা থেকে শুরু করে ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে প্রসাধনীটি। তবে শরীরের অন্যান্য অনাবৃত অংশে যত্ন নিয়ে সানস্ক্রিন মাখলেও, ঠোঁটের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই বেখেয়ালি থেকে যান। তবে রোদে পুড়তে পারে ঠোঁটও, ক্ষতি এড়াতে করণীয় জানুন-

হাত, পায়ের পাতা, মুখ, ঘাড়, গলার মতো ঠোঁটেও কিন্তু ট্যান পড়ে। অর্থাৎ রোদে পুড়তে পারে ঠোঁটও। ঠোঁটের ফাটা বা শুষ্কতার সমস্যা দূর করে লিপ বাম ব্যবহার করলেই চলে। কিন্তু ঠোঁট থেকে রোদে পোড়া কালচে দাগ দূর করতে প্রসাধনীটি যথেষ্ট নয়। 

ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকের অন্যান্য অংশের চেয়ে ঠোঁট বেশি স্পর্শকাতর। শরীরে পানিশূন্যতা থাকলে, তা ঠোঁট দেখলে সহজেই বোঝা যায়। আবহাওয়াজনিত কারণে ঠোঁট ফাটা, ছাল ওঠা সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত পানির অভাবে ঠোঁট ফেটে যেতে পারে। এসবের পাশাপাশি ‘সান ড্যামেজ’ বা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতির কারণেও ঠোঁট ফাটতে পারে। 

আরো পড়ুন : বজ্রপাতে হতাহতের ঘটনা এড়াতে যে সব সতর্কতা জরুরি

দেহের অন্যান্য অংশের চেয়ে ঠোঁট আলাদা হওয়ায় বাইরে থেকে এর আলাদা যত্ন নিতে হয়। কেননা ঠোঁটে কোনো তৈলগ্রন্থি নেই। তাই এই অঙ্গটি নিজে থেকে আর্দ্রতা ধরে রাখতে পারে না। রোদের পোড়া ঠোঁটের যত্নে কেবল পেট্রোলিয়াম জেলি ব্যবহার যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন ত্বকের ধরন অনুযায়ী তৈরি লিপবাম। 

অনেকেই মনে করেন, পুরু করে লিপস্টিক মাখলে হয়তো এমন ক্ষতির হাত থেকে ঠোঁট রক্ষা পাবে। এমন ধারণার সঙ্গে ত্বক বিশেষজ্ঞরা একমত নন। তাদের মতে, লিপস্টিকের কারণেও ঠোঁটে নানারকম সমস্যা হতে পারে। এজন্য সান প্রোটেকশন ফর্মুলা (এসপিএফ) যুক্ত লিপ বাম-ই ভরসা। তবে তা একবার মাখলেই হবে না। বাইরে থাকলে ঘণ্টাদুয়েক অন্তর ঠোঁটে লিপবাম ঘষতে হবে। এতেই কালচে দাগছোপ দূর হয়ে ঠোঁট হবে গোলাপি। 

বাজারে নানা ধরনের সুগন্ধি দেওয়া ‘এসপিএফ’ যুক্ত লিপবাম পাওয়া যায়। ‘সেবামেড’, ‘নিভিয়া’, ‘নিউট্রোজেনা’, ‘হিমালয়া’, ‘ডট অ্যান্ড কি’, ‘মিনিমালিস্ট’-এর মতো লিপবাম কিনতে পারেন। নামীদামী ব্র্যান্ডের লিপবাম কিনতে চাইলে বেছে নিতে পারেন ‘বডিশপ’, ‘ববি ব্রাউন’, ‘ক্লিনিক’, ‘লিনিয়েজ’ এর মতো কোনওটি। 

এস/ আই.কে.জে/ 

ঠোঁট লিপস্টিক পেট্রোলিয়াম জেলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন