শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমিকম্পের ঝুঁকি কমাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আছে এক দারুণ সিস্টেম। আপনার হাতের স্মার্টফোনটিই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে বাঁচাতে পারে হাজার হাজার মানুষের জীবন। আপনি কি জানেন এই সিস্টেম সম্পর্কে? খবর দ্য হিন্দুর।

গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের স্মার্টফোনগুলোতে এক ধরনের অ্যাক্সিলারেশন সেন্সর ব্যবহার করা হয়। এটিই ভূমিকম্পের সতর্কতা প্রদানে সক্রিয় ভূমিকা রাখছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে, এই ফোনগুলো ৯৮টি ভূমিকম্প-প্রবণ অঞ্চলের কোটি কোটি মানুষকে সফল আগাম সতর্কতা পাঠাতে সক্ষম হয়েছে।

কীভাবে কাজ করে এই স্মার্ট সিস্টেম

২০২০ সাল থেকে গুগল তার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ যুক্ত করেছে। এই সিস্টেমটি ফোনের ভেতরে থাকা ছোট ছোট সেন্সর (যাকে অ্যাক্সিলারোমিটার বলা হয়) ব্যবহার করে মাটির কম্পন বুঝতে পারে।

যখন ভূমিকম্প শুরু হয়, তখন দু’ধরনের তরঙ্গ সৃষ্টি হয়

১. পি-ওয়েভ (P-wave): এটি দ্রুত গতিতে আসে, কিন্তু সাধারণত তেমন ক্ষতিকর হয় না।

২. এস-ওয়েভ (S-wave): এটি পি-ওয়েভের চেয়ে ধীর গতিতে আসে, কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি।

যখন আপনার ফোন স্থির থাকে, তখন এর অ্যাক্সিলারোমিটারগুলো ভূমিকম্পের প্রাথমিক পি-ওয়েভ শনাক্ত করতে পারে। যদি একটি এলাকায় অনেকগুলো ফোন একসঙ্গে এই ধরনের কম্পন শনাক্ত করে, তখন সেই তথ্য গুগলের সার্ভারে চলে যায়। গুগল দ্রুত সেই তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের উৎস এবং মাত্রা বের করে। এরপর, ধ্বংসাত্মক এস-ওয়েভ আসার আগেই এটি আশপাশের এলাকার মানুষকে সতর্ক করে দেয়।

ধরুন, আপনি ঘুমাচ্ছেন বা কাজ করছেন। যদি কোনো ভূমিকম্পের পি-ওয়েভ আপনার কাছাকাছি থাকা কয়েকটি ফোনে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি আগাম বার্তা আসবে। এই বার্তা আপনাকে কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত সময় দিতে পারে নিজেকে সুরক্ষিত করার জন্য। হয়তো এই কয়েক সেকেন্ডই আপনাকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা দ্রুত কোনো নিরাপদ জায়গায় সরে যেতে সাহায্য করবে।

গুগলের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সিস্টেম ৯৮টি দেশে ১১ হাজার ২৩১টি ভূমিকম্পের জন্য সতর্কতা জারি করেছে। এর মধ্যে ২০২৩ সালের তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প (৭.৮ মাত্রার), ফিলিপাইনের (৬.৭ মাত্রার) এবং নেপালের (৫.৭ মাত্রার) ভূমিকম্পও ছিল। এমনকি ২০২৫ সালের এপ্রিলে তুরস্কে ৬.২ মাত্রার ভূমিকম্পের আগেও এটি কার্যকর সতর্কতা পাঠিয়েছে। এসব ক্ষেত্রে ব্যবহারকারীরা ১০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত আগাম সতর্কবার্তা পেয়েছেন, যা জীবন বাঁচানোর জন্য অমূল্য সময়।

এখন পর্যন্ত এই সিস্টেম ১৮ হাজারেরও বেশি ভূমিকম্প শনাক্ত করেছে এবং মোট ৭৯ কোটি (৭৯ কোটি) সতর্কতা বার্তা পাঠিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে করা এক জরিপে, প্রায় দেড় লাখ ব্যবহারকারীর ৭৯ শতাংশ বলেছেন, এই সতর্কতাগুলো তাদের জন্য খুবই সহায়ক ছিল।

বাংলাদেশেও চালু আছে এই সুবিধা

বাংলাদেশের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোতেও অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু আছে। গুগল ২০২২ সালের জুলাই মাসেই বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু আছে কী না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।

ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

🕒 প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বাড়ি না থাকুক, বেঁচে থাকা তো যাবে

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয়

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250