শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

ভূখণ্ড ছাড় নিয়ে সুরাহা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় সবচেয়ে বড় যে বাধা, সেই ভূখণ্ড ইস্যু নিয়ে আলাপ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার (২৮শে ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার কথা রয়েছে। এমন সময় বৈঠক হচ্ছে, যখন ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর রয়টার্সের।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি ঘোষণা করে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নতুন বছর শুরু হওয়ার আগে অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যুদ্ধপরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি চুক্তি প্রায় প্রস্তুত। ২০ দফা শান্তি পরিকল্পনার কাজও ৯০ শতাংশ শেষ হয়েছে। যদিও গত শুক্রবার ট্রাম্প বলেন, তার অনুমোদন ছাড়া কিছুই চূড়ান্ত নয়।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য ১৫ বছরের একটি চুক্তির নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে, এমন চুক্তি চায় কিয়েভ। কারণ, আগেও কয়েকবার চুক্তি করে মিত্রদের পাশে পায়নি তারা।

সাংবাদিকদের জেলেনস্কি জানান, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে খসড়া চুক্তির দফাগুলো আরও ‘পরিশুদ্ধ’ করার লক্ষ্যে। ইউক্রেনের অর্থনীতি নিয়ে সম্ভাব্য চুক্তির কথাও তোলা হবে। এই সফরের সময়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন কোনো চুক্তিতে যাবে কি না, তা জানাতে প্রস্তুত নন বলে উল্লেখ করেন জেলেনস্কি। তবে যেকোনো চুক্তিতে কিয়েভ রাজি আছে বলে জানান তিনি। ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের বিষয়ে জেলেনস্কি বলেন, অন্যান্য বিষয়ের মতো দনবাস ও জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা হবে।

জে.এস/

ভলোদিমির জেলেনস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250