রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

অবশেষে জামিন পেলো মাকে খুনের অভিযোগে গ্রেফতার সেই সাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার অভিযোগে গ্রেফতার ছেলে সাদকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৭শে নভেম্বর) জেলা ও দায়রা জজ  শাহজাহান কবিরের আদালত তার জামিন মঞ্জুর করেন। সাদ দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমানের ছেলে।

গত ১০ই নভেম্বর উম্মে সালমাকে খুন করে লাশ বাড়ির ডিপ ফ্রিজে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১২ই নভেম্বর অভিযুক্ত সন্দেহে সাদকে গ্রেফতার করে র‌্যাব। তাকে তিনদিনের রিমান্ডেও নেওয়া হয়।

রিমান্ড শেষে ১৬ই নভেম্বর দুপচাঁচিয়া থানা পুলিশ সাদকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে উম্মে সালমা হত্যার ঘটনা নতুন মোড় নেয়। পুলিশ তদন্ত করে জানতে পারে ছেলে নয়, বাসার ভাড়াটিয়ার হাতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া মাবিয়া আক্তার ও তার দুই সহযোগীকে গ্রেফতারপর রহস্য উন্মোচন করে পুলিশ।

সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যজট। পুলিশ জানতে পারে, বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেওয়ায় হত্যার শিকার হন সালমা।

অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাবিয়ার দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র দাসকে। আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন