রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় প্রবাসীর সঙ্গে সাকিবের তর্ক, যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অনেক সোনালী সময়ের সাক্ষী সাকিব আল হাসান। তিনি  মাঠ ও মাঠের বাইরে সব সময়ই আলোচিত-সমালোচিত। সম্প্রতি মাঠের বাইরে আরও একবার বিতর্কে জড়িয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। ‘দেশের জন্য কি অবদান রেখেছেন’ এক প্রবাসীকে এমন প্রশ্ন করেছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল দেশসেরা ক্রিকেটার সাকিব।

যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। মূলত, একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নীরবতা পালন করছেন, তা অনেকটায় স্পষ্ট। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিবকে।

মঙ্গলবার (৩০শে জুলাই) রাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

আরো পড়ুন : ধোনিকে কি পরের আইপিএলে দেখা যাবে?

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এই ভিডিও মুহূর্তের ছড়িয়ে পড়ে নেট দুনিয়ার।

সাকিবের এ ঘটনায় এবার মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার (৩১শে জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখিনি, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।'

তিনি আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কী বলেছে সেখানে, আমি সেটা বলতে পারবো না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোন অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।

এস/কেবি

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন