ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙেছেন বিস্ময়করভাবে। এমনকি মাতৃত্বে খবরটাও ছিল বিস্ময়কর চমকে ভরা। গত অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই তিনি সবার সামনে হাজির হন বেবিবাম্প নিয়ে।
এদিকে শনিবার (১৪ই ডিসেম্বর) সোশ্যাল হ্যান্ডেলে সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ফের চমকে দেন রাধিকা। সন্তানকে কোলে নিয়ে ল্যাপটপে কাজ করছেন- এমন ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মা হওয়ার সংবাদ জানালেন বলিউড নায়িকা রাধিকা আপ্তে। তিনি সপ্তাহ খানেক আগেই মা হয়েছেন। তবে সংবাদটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শুক্রবার (১৩ই ডিসেম্বর)। জানা গেছে, রাধিকা কন্যা সন্তানের মা হয়েছেন।
আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে যা বললেন আল্লু অর্জুন
রাধিকা অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ হঠাৎ জানিয়েছিলেন। যেখানে সেলিব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে আনন্দের খবর ভাগ করে নেন, সেখানে এ নায়িকা অন্য পথে হেঁটেছেন।
গত ১৭ই আক্টোবর হঠাৎ বেবিবাম্পসহ ছবি পোস্ট করেন রাধিকা। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনো কথা লেখেননি তিনি। তবে ছবি দেখেই নায়িকার অনুরাগী ও সহকর্মীরা উচ্ছ্বসিত হন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন